খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, নিজস্ব প্রতিনিধি :
"এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আযোজনে ৩৬শে জুলাই টি-টেন ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৯ফেব্রুয়ারি) বিকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় জেল্ ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম।
এ ফাইনাল খেলায় অংশ নেন দি রেড জুলাই একাদশ ও জুলাই স্মৃতি একাদশ দুটি দল। খেলায় জুলাই স্মৃতি একাদশ-কে ৬রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দি রেড জুলাই একাদশ।
এ সময় জেলা পরিষদের সদস্য ও মো. মাহাবুব আলমসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলে।